বাংলাদেশ আর্ক সামিট ২০২৫

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১২ ডিসেম্বর, ২০২৫
২৫
বাংলাদেশ আর্ক সামিট ২০২৫

ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB) আয়োজন করেছে ‘ আর্ক সামিট ২০২৫’, যা বাংলাদেশের স্থাপত্যের জন্য একটি বড় আয়োজন। ইভেন্টটির থিম হলো: “Crafting Space, Shaping Habitat”।

Cc3

Dd4

আর্ক সামিট ২০২৫- এর ২য় দিনে (১২ই ডিসেম্বর) ছিল বিভিন্ন আয়োজন -

  • কফি টক – ‘ভেরিফায়েড গ্রিন: দ্য ফিউচার অফ আর্কিটেকচার’। স্পিকার ছিলেন – স্থপতি আতিফ সাইয়েদ, আর্কিটেক্ট মো. নাফিজুর রহমান। সেশনটি পরিচালনা করেছেন – স্থপতি রাহাত নিয়াজ।

  • গোলটেবিল আলোচনা

  • ইয়ুথ ফোরাম সেমিনার ১: স্পিকার ছিলেন – স্থপতি সাইকা ইকবাল, স্থপতি রাশেদ হাসান চৌধুরী, স্থপতি রিজভী হাসান। সমাপনী বক্তব্য দিয়েছেন প্রফেসর শামসুল ওয়ারেস।

  • প্যানেল ডিসকাশন: স্থপতি ইস্তিয়াক জাহির তিতাস, স্থপতি প্রফেসর ইশরাত ইসলাম, স্থপতি ফারহানা রশিদ তনু, স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া।

  • ইয়ুথ ফোরাম সেমিনার ২:  স্পিকার ছিলেন – স্টুডিও আর্কিটেক্টসের দু’জন স্থপতি চানাসিত চোলাসুয়েক এবং স্থপতি আপিচার্ট  শ্রীরোজানাপিন্যো (থাইল্যান্ড), ডিএনএ (ডিজাইন এন্ড আর্কিটেকচার)-এর স্থপতি তিয়ানতিয়ান সু (চীন)।

 

Aa1প্রকল্প এক্সিবিশন

Bb2ফটোগ্রাফি এক্সিবিশন

 
প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ 

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2026 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.